![]() |
| ছবি: সংগৃহীত |
সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য মিরপুরে ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৪৪ কোটি টাকা। চলতি বছরের জুলাই থেকে ২০২৯ সালের জুন মাসের মধ্যে এই ফ্ল্যাটগুলোর নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে
অন্যদিকে, আন্দোলনে শহিদ হওয়া পরিবারগুলোর জন্যও স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে '৩৬ জুলাই' নামের আবাসিক ফ্ল্যাট কমপ্লেক্স নির্মাণ করা হবে। ৭৬১ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের একনেক সভায় সব মিলিয়ে ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে বড় অংশ, অর্থাৎ ৯ হাজার ৪৫১ কোটি টাকাই জোগান দেবে সরকার। বাকি অর্থ আসবে প্রকল্প ঋণ ও সংস্থার নিজস্ব তহবিল থেকে।
সোমবারের এই গুরুত্বপূর্ণ সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-সহ অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন
