![]() |
| ছবি: প্রতীকী |
নিহত রায়হান আহমেদ (১) রাউৎগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড তিলাশীজুরা এলাকার বাসিন্দা রিপন আহমেদের দ্বিতীয় পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়। এসময় শিশু রায়হান ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যে আগুন ঘরের ভেতর ছড়িয়ে পড়ে এবং শিশুটির গায়ে আগুন ধরে যায়। স্থানীয়রা ধোঁয়া দেখে দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে শিশুটিকে উদ্ধার করেন।
প্রথমে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সময় রায়হানের নানি ঘরে ছিলেন না এবং মা বাড়ির বাইরে কাজ করছিলেন বলে জানা গেছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান,
“বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। শিশুটি পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
