হাজারীবাগের হোস্টেল থেকে এনসিপি নেত্রী রুমীর মরদেহ উদ্ধার

ভিক্টরি টাইমস ৭১

জান্নাত আরা রুমি
রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার সড়কে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত জান্নাত আরা রুমী জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ওই এলাকায় বসবাসকালে এনসিপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।


পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top