ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে,খুনীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ অবরোধের ঘোষণা

ভিক্টরি টাইমস ৭১

ওসমান হাদি 
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ওসমান হাদির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই তার অপারেশনের অনুমতি দেওয়া হয়েছে।


পোস্টে তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়। একই সঙ্গে সম্ভাব্য পরিস্থিতি সামনে রেখে কর্মসূচি ও দাবির কথাও উল্লেখ করা হয়।



হাদির ভেরিফাইড ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়—


>ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেয়া হয়েছে।


আপনারা দোয়া করুন আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।


আর ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে৷


খুনীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।


খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে৷




এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।


ঘটনাটি নিয়ে দেশজুড়ে উদ্বেগ ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top