![]() |
| ছবি: সংগৃহীত |
জানা গেছে, গত ১৭ নভেম্বর কুলাউড়া–রবিরবাজার সড়কের নর্তন এলাকায় দুইটি মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নয়ন আহমদ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নয়ন আহমদ কুলাউড়া উপজেলার নর্তন গ্রামের বাসিন্দা এবং জনাব সিপার মিয়ার পুত্র। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
