![]() |
| ছবি: সংগৃহীত |
অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে মনোনয়ন জমাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র। একই আসনে স্বামী ও স্ত্রী আলাদা পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। অন্যদিকে, একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তার স্ত্রী তাহমিনা জামান।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন লুৎফুজ্জামান বাবর।
এর কিছুক্ষণ পর বিকাল সাড়ে ৪টার দিকে তাহমিনা জামানের পক্ষে তার ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী মনোনয়নপত্র দাখিল করেন।
নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের মধ্যেই উভয় প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।
একই সংসদীয় আসনে স্বামী-স্ত্রীর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা বিরল ঘটনা হওয়ায় বিষয়টি স্থানীয় রাজনীতির পাশাপাশি জাতীয় পর্যায়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রতিদ্বন্দ্বিতা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাহমিনা জামান নেত্রকোনা-৪ আসনে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য সংখ্যক ভোট অর্জন করেছিলেন, যা তাকে এ আসনে একজন পরিচিত মুখে পরিণত করেছে।
এবারের নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে মোট তিনজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহমিনা জামান ছাড়াও অন্য দুই নারী প্রার্থী হলেন—
সিপিবি মনোনীত জলি তালুকদার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার
এ ছাড়া আসনটিতে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—
ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মোখলেছুর রহমান
স্ত্রী তাহমিনা জামানের প্রার্থিতা প্রসঙ্গে জানতে চাইলে লুৎফুজ্জামান বাবর দৈনিক যুগান্তরকে বলেন,
“এ বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। সময় হলে জানতে পারবেন।”
নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৮৯৮ জন, নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ২১৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন।
