![]() |
| ছবি: সংগৃহীত |
শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
স্ট্যাটাসে ড. আসিফ নজরুল লেখেন,
“শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারার বিধান অনুযায়ী পুলিশ রিপোর্ট দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে এই মামলার বিচার সম্পন্ন করা হবে।”
আইন উপদেষ্টার এই ঘোষণার ফলে আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে জনমনে সৃষ্ট বিচারহীনতার আশঙ্কা অনেকটাই দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দ্রুত বিচারের দাবিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে সরকারের দৃঢ় অবস্থানও এতে স্পষ্ট হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। রিকশায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় শহীদ শরীফ ওসমান হাদি নিহত হওয়ার পর থেকেই তার পরিবার ও সহযোদ্ধারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। আইন অনুযায়ী, পুলিশি তদন্ত প্রতিবেদন দাখিলের পর নির্ধারিত ৯০ দিনের মধ্যেই এই মামলার রায় ঘোষণা করতে হবে।
