কুলাউড়ায় মনোনয়নপত্র সংগ্রহ করলেন চার প্রার্থী

ভিক্টরি টাইমস ৭১

ছবি: সংগৃহীত 
কুলাউড়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কুলাউড়া উপজেলা নির্বাচন অফিস থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের কাছ থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই দিনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলীও মনোনয়নপত্র নেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আল-ইসলাহ নেতা মো. ফজলুল হক খান সাহেদ এবং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেন।


উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, এ পর্যন্ত এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।


নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কুলাউড়া আসনে এবার একাধিক দলের প্রার্থীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হলে নির্বাচনী মাঠে আরও সক্রিয়তা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে একযোগে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা কার্যক্রম চলমান রয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top