কুলাউড়ায় বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে ধর্ষণ, দেড় মাস পর গ্রেপ্তার

ভিক্টরি টাইমস ৭১

ছবি: সংগৃহীত 
মৌলভীবাজারের কুলাউড়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সমীরন মালাকার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।


শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নসিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সমীরন মালাকার উপজেলার ভুইগাঁও গ্রামের ছয়নেল মালাকারের ছেলে।


রোববার (৪ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।


র‍্যাব জানায়, সমীরন পেশায় একজন সিএনজি চালক। সিএনজিতে যাতায়াতের সূত্রে ভিকটিমের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে বিয়ের প্রস্তাব দিলে ভিকটিম রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে সে।


অভিযোগ অনুযায়ী, গত বছরের ১২ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত ভিকটিমের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিম বিষয়টি তার মাকে জানায় এবং পরে নিজে বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।


মামলার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারের পর সমীরন মালাকারকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top