![]() |
| ছবি: সংগৃহীত |
মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামের কৃতিসন্তান এবং কাতারের বিশিষ্ট এই রেমিট্যান্স যোদ্ধা শোক বইয়ে স্বাক্ষরকালে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
শোক বইয়ে স্বাক্ষর শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, "দেশনেত্রীর চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। গণতান্ত্রিক অধিকার আদায়ে তাঁর সংগ্রাম দেশবাসী চিরকাল মনে রাখবে।"
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাতার প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও শুভানুধ্যায়ীদের জন্য শোক প্রকাশের সুযোগ করে দিতে বাংলাদেশ দূতাবাস এই বিশেষ শোক বইয়ের ব্যবস্থা করে। এতে শাজান মিয়াসহ কাতারের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ প্রবাসীরা উপস্থিত হয়ে স্বাক্ষর করেন। দেশনেত্রীর প্রয়াণে কাতার প্রবাসীদের মাঝেও বর্তমানে গভীর শোকের ছায়া বিরাজ করছে।
