এশিয়া কাপ ২০২৫ ফাইনাল: নাটকীয় জয় ভারতের

ভিক্টরি টাইমস ৭১
0

ছবি সংগৃহীত 

স্পোর্টস ডেস্ক: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫ ফাইনালে রোমাঞ্চকর এক ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল রোহিত শর্মার দল।



প্রথমে ব্যাট করে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে সাহিবজাদা ফারহান (৫৭) ও ফখর জামান (৪৬) মিলে ৮৪ রান যোগ করেন। তবে ইনিংসের মাঝপথে হঠাৎ ধস নামে পাকিস্তান ব্যাটিং লাইনআপে। মাত্র ৩৩ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে তারা দাঁড়ায় বিপাকে।

ভারতের কুলদীপ যাদব ছিলেন পাকিস্তানের ব্যাটিং ভাঙনের নায়ক; তিনি ৪ উইকেট তুলে নেন মাত্র ৩০ রানে।



জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ৪ ওভারে মাত্র ২০ রানে তারা হারায় ৩ উইকেট। তবে তিলক ভার্মা দারুণ এক ইনিংস খেলেন। ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করে তিনি দলকে টেনে তোলেন।

শেষদিকে শিভাম ডুবে ও রিংকু সিংয়ের ছোট ছোট ইনিংস ম্যাচে ভারসাম্য ফেরায়। শেষ ওভারের দ্বিতীয় বলে রিংকু সিং বাউন্ডারি মেরে ভারতের জয় নিশ্চিত করেন।


ফলাফল:ভারত: জয়ী ৫ উইকেটে, বাকি ছিল ২ বল


শিরোপা: ভারতের নবম এশিয়া কাপ জয়, টি–টোয়েন্টি সংস্করণে দ্বিতীয়বার



ম্যাচের সেরা খেলোয়াড়


কুলদীপ যাদব – ৪ উইকেট, পাকিস্তানের ইনিংস ভাঙনের মূল কারিগর।


এই ম্যাচ আবারও প্রমাণ করল ভারত–পাকিস্তান দ্বৈরথ ক্রিকেট বিশ্বে কতটা উত্তেজনা ছড়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top