দলীয় লোগো পরিবর্তনের পথে জামায়াতে ইসলামী

ভিক্টরি টাইমস ৭১
0

ছবি:সংগৃহীত 
নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগোতে পরিবর্তন আনতে যাচ্ছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সময়কার ছবিতে পুরনো লোগোর পরিবর্তে নতুন নকশা দেখা যায়, যা বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।


জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, “আমাদের লোগো পরিবর্তনের কাজ চলছে। আমিরের নির্দেশনায় কয়েকটি নতুন নকশা করা হয়েছে। তবে কোনটি চূড়ান্ত হবে তা এখনও নির্ধারিত হয়নি। আজকের ছবিতে যে লোগো প্রকাশ পেয়েছে, সেটি মূলত ভুলবশত ব্যবহৃত হয়েছে। খুব শিগগিরই নতুন লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।”


তিনি আরও জানান, বিষয়টি নির্বাহী পরিষদের আলোচনায় আছে। অনুমোদন পেলেই তা দলের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।


জানতে চাইলে মাওলানা হালিম বলেন, আগের লোগো কখনোই অফিসিয়ালি ব্যবহৃত হয়নি; গণমাধ্যমে তা দেখা যেত। এবার দল আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করতে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top