![]() |
| ছবি:সংগৃহীত |
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, “আমাদের লোগো পরিবর্তনের কাজ চলছে। আমিরের নির্দেশনায় কয়েকটি নতুন নকশা করা হয়েছে। তবে কোনটি চূড়ান্ত হবে তা এখনও নির্ধারিত হয়নি। আজকের ছবিতে যে লোগো প্রকাশ পেয়েছে, সেটি মূলত ভুলবশত ব্যবহৃত হয়েছে। খুব শিগগিরই নতুন লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।”
তিনি আরও জানান, বিষয়টি নির্বাহী পরিষদের আলোচনায় আছে। অনুমোদন পেলেই তা দলের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।
জানতে চাইলে মাওলানা হালিম বলেন, আগের লোগো কখনোই অফিসিয়ালি ব্যবহৃত হয়নি; গণমাধ্যমে তা দেখা যেত। এবার দল আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করতে যাচ্ছে।

