শেখ হাসিনার জন্মদিনে ফিরে দেখা: জন্ম থেকে নির্বাসন পর্যন্ত

ভিক্টরি টাইমস ৭১
0

ছবি:সংগৃহীত 

অনলাইন ডেস্ক: আজ ২৮ সেপ্টেম্বর, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ কন্যা। শৈশব থেকেই রাজনীতিমনস্ক এই নারী পরবর্তীতে হয়েছেন বাংলাদেশের দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। তবে তার জীবনের পথচলা ছিল চড়াই-উতরাইয়ে ভরা।


শৈশব ও শিক্ষাজীবন


গ্রামের স্কুলে পড়াশোনা শুরু করলেও পরে ঢাকায় এসে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন শেখ হাসিনা। ছাত্রজীবনেই তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন। পাকিস্তানবিরোধী আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে পরিবারের পাশে থেকেছেন তিনি।


১৯৭৫ সালের ট্র্যাজেডি


১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের ভয়াবহ অধ্যায় ঘটে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। সে সময় শেখ হাসিনা ছিলেন জার্মানিতে স্বামী এম. এ. ওয়াজেদের সঙ্গে। বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু দেশে ফিরে আসার পথ বন্ধ হয়ে যায়, শুরু হয় নির্বাসন জীবন।


রাজনীতির অঙ্গনে উত্থান


দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালে দেশে ফিরে আসেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। সামরিক শাসনবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব


১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। পরে ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে টানা ১৫ বছর দেশ শাসন করেন তিনি। তার নেতৃত্বে বাংলাদেশে নানা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়।


পতন ও দেশত্যাগ


তবে দীর্ঘদিনের ক্ষমতার পর ছাত্র-জনতার আন্দোলনে টালমাটাল হয়ে পড়ে তার সরকার। বিশেষ করে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং গণবিক্ষোভ ক্রমেই রূপ নেয় ব্যাপক আন্দোলনে। একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণহানি ও আন্তর্জাতিক চাপের মুখে ৫ আগস্ট ২০২৪ সালে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। সেদিনই তিনি বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন এবং ভারতে আশ্রয় নেন।


আজ তার জন্মদিন হলেও, শেখ হাসিনার জীবনপথ বাংলাদেশের রাজনীতির এক অনন্য অধ্যায়—যেখানে আছে সংগ্রাম, ক্ষমতায় ওঠা, উন্নয়ন এবং অবশেষে পতনের ইতিহাস।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top