আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিতর্কিত মন্তব্য করেছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অধিবেশন কক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আপনারা জানেন, ইসরায়েল আপনাদের পক্ষেই লড়ছে। তাই আজ একটি গোপন কথা জানাচ্ছি—অনেক বিশ্বনেতা প্রকাশ্যে আমাদের সমালোচনা করলেও, ব্যক্তিগতভাবে তারা ইসরায়েলকে ধন্যবাদ জানান।”
তিনি দাবি করেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বহু দেশের রাজধানীতে বড় ধরনের সন্ত্রাসী হামলা ঠেকিয়েছে। এসব হামলা প্রতিহত করায় অসংখ্য মানুষের জীবন রক্ষা হয়েছে বলে জানান নেতানিয়াহু।
এর আগে তার বক্তৃতা শুরু হতেই শত শত কূটনীতিক হল ছেড়ে বের হয়ে যান। বিশেষ করে আরব, মুসলিম ও আফ্রিকান দেশের প্রতিনিধিরা ওয়াকআউটে অংশ নেন। কিছু ইউরোপীয় প্রতিনিধি প্রতিবাদে তাদের সঙ্গে যোগ দেন।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

