অনলাইন ডেস্ক: দেশের প্রতিটি থানায় আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে চালু হচ্ছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) করার সুবিধা। এর ফলে রেলওয়ে পুলিশের ৬ জেলার ২৪টি থানাসহ সারাদেশের সব থানায় বসে থেকেই সাধারণ মানুষ জিডি করতে পারবেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে জনগণের জন্য পুলিশি সেবা সহজ ও দ্রুত করার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। থানায় না গিয়েই মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জিডি করা যাবে।
এজন্য গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো সমস্যায় পড়লে ০১৩২০০০১৪২৮ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।
পুলিশ সদর দপ্তর জানায়, নতুন এ উদ্যোগে নাগরিকরা ঘরে বসে আরও সহজে ও দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন।

