মৌলভীবাজারে প্রেস কাউন্সিলের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভিক্টরি টাইমস ৭১
0


 নিজস্ব প্রতিবেদন

বাংলাদেশ প্রেস কাউন্সিল এর উদ্যোগে ”গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা -----------------

 

মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের নিয়ে ”গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার সার্কিট হাউজ কনফারেন্স রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।


মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও পৌর প্রশাসক মোছাঃ শাহীনা আক্তারের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের। প্রশিক্ষনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। কর্মশালায় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default