টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়েই ঘরে ফিরবো : জাকের

ভিক্টরি টাইমস ৭১
0


 স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্যেই সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে বাংলাদেশ দল। যে স্মার্ট ক্রিকেট খেলার প্রত্যয় ব্যক্ত করে দেশ ছেড়েছিল লিটন দাসের দল, শ্রীলঙ্কার বিপক্ষে তার কিছুই দেখা যায়নি। বরং ব্যাটে-বলে ব্যর্থতা দেখিয়ে ৬ উইকেটের পরাজয়ের গ্লানি নিয়েই ফিরেছে। তবে হতাশ হচ্ছেন না জাকের আলি অনিক। তিনি মনে করছেন, টাইগাররা সেখানে গেছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। পরের ম্যাচে বাংলাদেশ আবারও ঘুড়ে দাঁড়াবে বলেই মনে করেন জাকের আলি।

ম্যাচ শেষে গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলেন জাকের। তিনি বলেন, ‘আমরা তো আর টুর্নামেন্টে জাস্ট ম্যাচ খেলতে আসিনি। আমরা ভালো, চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি। তো এক ম্যাচ হারাতে এটা ড্রপ করা যাবে না। আমরা অবশ্যই নেক্সট ম্যাচে জেতার জন্যই যাব। এবং টুর্নামেন্টে জিতে ট্রফি নিয়েই দেশে ফিরবো।

টপ অর্ডারে ব্যাটিং ধসের পরও বাংলাদেশের যে ১৩৯ রানের পুঁজি এসেছে তার কৃতিত্বটা জাকের ও শামীম হোসেনের। ৫৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে ষষ্ঠ উইকেটে টেনে তুলেছেন এই দুজন। জাকের-শামীম ৬১ বলে ৮৬ রানের জুটি গড়েন। তবে এই অল্প পুঁজি জয়ের জন্য যথেষ্ট ছিল না।

ম্যাচ হারলেও তাই আশা ছাড়েননি জাকের। তার মাঝে জয়ের মানসিকতাটা প্রবল। পরের ম্যাচে জয়ের জন্যই মাঠে নামতে চান। সুপার ফোরে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। জাকেরও তাই আশা ছাড়ছেন না।


জাকের বলেন, ‘আশা ছাড়ার কোন প্রশ্নই আসে না। আমরা ম্যাচ জেতার জন্যই খেলব। এই ম্যাচেও আমরা জেতার মেন্টালিটি নিয়েই আসছিলাম, হয় নাই। পরের ম্যাচেও অবশ্যই আমরা জেতার মেন্টালিটি নিয়ে খেলব। এছাড়া তো আর কোন উপায় নাই। এবং পরিশেষে আপনাদের দোয়া ও সমর্থন চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top