কুলাউড়ার কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি জালাল উদ্দিন চৌধুরী মাসুম আর নেই

ভিক্টরি টাইমস ৭১
0

ডিআইজি জালাল উদ্দিন

 স্টাফ রিপোর্টার:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও কুলাউড়ার কৃতি সন্তান জালাল উদ্দিন চৌধুরী মাসুম আর নেই। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৫:৩০ মিনিটে ইন্তেকাল করেন। তার মৃত্যু সংবাদে কুলাউড়া ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


জালাল উদ্দিন চৌধুরী মাসুম দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় সচেষ্ট ছিলেন। সহকর্মীরা তাকে এক নিবেদিতপ্রাণ কর্মকর্তা হিসেবে স্মরণ করছেন।


মরহুমের মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীরা গভীর শোকাহত। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্রই তাকে নিয়ে চলছে স্মৃতিচারণ। অনেকেই বলছেন, কুলাউড়ার সন্তান হিসেবে তিনি শুধু পরিবার বা এলাকার গর্বই ছিলেন না, বরং পুরো বাংলাদেশের জন্য ছিলেন এক উজ্জ্বল দৃষ্টান্ত।


তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন—আল্লাহ পাক রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default