শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ: হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েল

ভিক্টরি টাইমস ৭১

 

ছবি সংগৃহীত 

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসানে এক ধাপ এগিয়ে গেল শান্তি প্রক্রিয়া। আজ শুক্রবার সকালে ইসরায়েলি মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে।


চুক্তি কার্যকর হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গাজায় যুদ্ধবিরতি শুরু হতে পারে। আর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে হামাস তাদের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের ফেরত দিতে শুরু করবে।


সূত্র জানায়, এই চুক্তির আওতায় ইসরায়েল ধাপে ধাপে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করবে। যুদ্ধবিরতির বাস্তবায়ন তদারকিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হচ্ছে, যেখানে ২০০ মার্কিন সেনা থাকবেন। তবে তারা সরাসরি গাজার ভেতরে মোতায়েন হবেন না।


টাস্কফোর্সে আরও থাকবে মিসর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি। মূল লক্ষ্য হবে যুদ্ধবিরতি বজায় রাখা ও গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা।


ওয়াশিংটনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, এই চুক্তি কার্যকর হলে অঞ্চলে দীর্ঘদিন পর শান্তির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। তবে বাস্তবে তা টিকিয়ে রাখা এখনই বড় চ্যালেঞ্জ।


তথ্যসূত্র: আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও কূটনৈতিক সূত্র


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top