কুলাউড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রবীণ পরিবার পরিকল্পনা কর্মীর

ভিক্টরি টাইমস ৭১
0

 কুলাউড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রবীণ পরিবার পরিকল্পনা কর্মীর



নিজস্ব প্রতিবেদক

কুলাউড়া, মৌলভীবাজার | শুক্রবার


কুলাউড়ার পিরের বাজার এলাকায় ব্যাটারি চালিত একটি অটোরিকশার ধাক্কায় কর্মধা ইউনিয়নের বাবনিয়া গ্রামের পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মী যতিন্দ্র মোহন নাথ (৭৭) নিহত হয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে তিনি বোনের বাড়ির উদ্দেশে বের হন। পথিমধ্যে পুরশাই এলাকার প্রধান সড়কে একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁকে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহতের মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।


কুলাউড়া সদর হাসপাতালের চিকিৎসক ডা. সোহেল আহমেদ বলেন, “৬টা ৩০ মিনিটের দিকে মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। মাথায় আঘাতের কারণে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।”


কর্মধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমেদ জানান, কুলাউড়া থানার এএসআই আরিফুল হক ছবি পাঠানোর পর নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয় এবং পরবর্তীতে পরিবারের সদস্যদের জানানো হয়।


নিহতের ছেলে সুমন্ত দেবনাথ পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক বলেন, “অটোরিকশার ধাক্কায় ওই ব্যক্তি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক অটোরিকশাটি এখনও শনাক্ত করা যায়নি।”


এ ঘটনায় পুলিশ ঘাতক অটোরিকশা শনাক্ত ও দুর্ঘটনার বিস্তারিত তদন্তে কাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top