এনসিপি’র মুখ্য সমন্বয়কের পদ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ

ভিক্টরি টাইমস ৭১
0

নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক | ভিক্টরি টাইমস ৭১

জুলাইযোদ্ধাদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি নিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।


দলীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন। যদিও এখনো তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি। সাম্প্রতিক সময়ে তিনি দলীয় কার্যক্রম থেকেও নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন বলে জানা গেছে।


সূত্র আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি মুখ্য সমন্বয়ক পদে দায়িত্ব নিতে ইচ্ছুক, যা নিয়ে দলের শীর্ষ পর্যায়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।


এই অবস্থায় মনঃক্ষুণ্ন হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও দলের সাধারণ সদস্য হিসেবে সক্রিয় থাকবেন।


এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য দিতে রাজি হননি।

তবে দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্যসচিব নিশ্চিত করেছেন যে পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top