নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গতকাল (রবিবার) সকাল ১১টার দিকে কুলাউড়া উপজেলা শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলার প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন কুলাউড়া শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আবদুল গফুর এবং পরিচালনা করেন সদস্য সচিব শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সরকারের কাছে একাধিকবার আবেদন জানিয়েও সমাধান মেলেনি। তাই এবার রাস্তায় নেমে দাবি জানাতে বাধ্য হয়েছি।”
তাদের তিন দফা দাবিগুলো হলো:
১️⃣ শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ হারে নির্ধারণ করা।
২️⃣ সকল শিক্ষক-কর্মচারীর জন্য প্রতি মাসে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান।
৩️⃣ কর্মচারীদের জন্য উৎসব ভাতা ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা।
বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে শিক্ষক-কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, অথচ তাদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা এখনো নিশ্চিত হয়নি। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।
মানববন্ধনে অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে—
লংলা উচ্চ বিদ্যালয়, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয়, জালালাবাদ উচ্চ বিদ্যালয়, ভতেরা উচ্চ বিদ্যালয়, শফাতুল হক উচ্চ বিদ্যালয়, রাজনগর হাই স্কুলসহ উপজেলার আরও বহু মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।
কুলাউড়া জালালিয়া দাখিল মাদ্রাসা, ভতেরা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, গিয়াস নগর ইসলামিয়া মাদ্রাসা, বাবনিয়া হাশিমপুর নিজামিয়া দাখিল মাদ্রাসা, হাশিমপুর আহমাদিয়া মাদ্রাসা, গৌরকরন নূরুল ইসলাম মাদ্রাসা, চৌধুরী বাজার গাউসিয়া মাদ্রাসা, ভুক্শিমইল দারুল উলুম আলিম মাদ্রাসা প্রভৃতি।

