মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, গুলিবিদ্ধ ১

ভিক্টরি টাইমস ৭১
0


 মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আরিফ মীর (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তার চাচাতো ভাই ইমরান (৩০)।

সোমবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেনের অনুসারী নিহত আরিফ গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।


সোমবার সকালে আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে বাড়ির সামনে গেলে শাহ কামালের নেতৃত্বে প্রতিপক্ষের একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই আরিফ গুলিবিদ্ধ হন এবং ইমরান গুরুতর আহত হন।


স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন,


> “দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে আরিফ মীর হাসপাতালে আনার আগেই মারা যান।”


মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান,


> “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top