![]() |
| ছবি সংগৃহীত |
বুধবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদ্য ঘোষিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত, যিনি প্রথমে পদত্যাগ করেন।
সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত কমিটিতে আহ্বায়ক হিসেবে ছিলেন নুর আলম এবং সদস্যসচিব শিহাব উদ্দিন। তবে ঘোষণার পরপরই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
পদত্যাগকারীরা অভিযোগ করেন, “তৃণমূলের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে কেন্দ্রীয় পর্যায়ের প্রভাবশালীদের সুপারিশে কমিটি গঠন করা হয়েছে।”
একাধিক পদত্যাগকারী জানান, তারা সংগঠনের প্রতি অনুগত থাকলেও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তে আপস করতে রাজি নন। তাদের দাবি, পদত্যাগকারীদের মধ্যে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের আহত কর্মীরাও আছেন।
ইয়াছিন আরাফাত বলেন,
> “আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, কিন্তু এখন নিজেরাই বৈষম্যের শিকার। এই কমিটি টিকে থাকার মতো নয়।”
তিনি আরও জানান, ৪১ সদস্যের মধ্যে অন্তত ২৩ জন ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। শিগগিরই সংবাদ সম্মেলন করে এই কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে।
অন্যদিকে কেন্দ্রীয় যুবশক্তির কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কমিটি নিয়ে তৃণমূলের ক্ষোভ সম্পর্কে তারা অবগত আছেন, বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করা হবে।

