![]() |
| ছবি সংগৃহীত |
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি উপদেষ্টার পদমর্যাদা অনুযায়ী সব বেতন-ভাতা ও সুবিধা পাবেন।
উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আলী রীয়াজ। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি নিযুক্ত হন।

