![]() |
| ছবি: সংগৃহীত |
অনলাইন ডেস্ক| ভিক্টরি টাইমস ৭১
ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য জাকির নায়েককে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল। এমনকি তাঁর ঢাকার বাইরে যাওয়ারও পরিকল্পনা ছিল।
তবে বৈঠকে আলোচনায় উঠে আসে যে, জাকির নায়েক দেশে এলে বিপুল জনসমাগম ঘটবে, যা নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। বর্তমানে নির্বাচনের প্রস্তুতি থাকায় এত সদস্য মোতায়েন সম্ভব নয়।
ফলে বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তাঁর দেশে আসার অনুমতি দেওয়া হবে না। নির্বাচন পরবর্তী সময়ে বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে বলে জানানো হয়েছে।

