![]() |
| ছবি সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক | ঠাকুরগাঁও
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ভোট হলে জামায়াতে ইসলামী নামক দলটির আর কোনো অস্তিত্ব থাকবে না।”
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “দীর্ঘ নয় মাস ধরে সংস্কারের নামে আলোচনার নাটক হয়েছে। অনেক বিষয়ে একমতও হয়েছে। কিন্তু এখন যদি গায়ের জোরে কিছু চাপিয়ে দেওয়া হয়, তার দায় সরকারকেই নিতে হবে।”
জামায়াতকে উদ্দেশ করে তিনি আরও বলেন,
> “তারা ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। মনে করে, জামায়াতের টিকিট কাটলেই বেহেশত মিলবে! আসলে আমাদের বেহেশতের পথ কর্মের মধ্য দিয়েই তৈরি হয়। যারা ধর্মের নামে মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।”
পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন,
> “জামায়াত এখন বলছে পিআর পদ্ধতিতেই ভোট করতে হবে। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ, জানে — ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না।”
এ সময় তিনি এনসিপিকেও কটাক্ষ করে বলেন, “ওরাও জানে ভোটে কিছু পাবে না। তাই জামায়াতের সঙ্গে সুর মিলিয়ে বলছে, ‘পিআর আগত দিবা হবে!’— এসব শুধু জনগণকে বিভ্রান্ত করার চক্রান্ত।”
সভায় জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

