![]() |
| ছবি: সংগৃহীত |
নতুন নির্দেশনায় বলা হয়েছে—
• পবিত্র মসজিদ এলাকায় মোবাইল ক্যামেরা, সেলফি, ভিডিও রেকর্ডিং– সব ধরনের ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
• নিয়ম ভঙ্গ করলে যানবাহন জব্দ, ডিভাইস বাজেয়াপ্ত, এবং জরিমানাসহ শাস্তির বিধান থাকছে।
• হজযাত্রীদের শুধুমাত্র ইবাদত, তাওয়াফ এবং ধর্মীয় আনুষ্ঠানিকতায় মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সৌদি প্রশাসন জানায়, অনেক তীর্থযাত্রী ছবি ও ভিডিও তুলতে গিয়ে ভিড়ের সৃষ্টি করে এবং অন্যদের ইবাদতে বিঘ্ন ঘটায়— যা প্রতিনিয়ত অভিযোগ হিসেবে পাওয়া যায়। তাই ২০২৬ সালের হজকে আরও নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও ইবাদতমুখী রাখতে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
তীর্থযাত্রীদের অনুরোধ করা হয়েছে— নিয়মগুলো সম্মান করার জন্য এবং হজের পবিত্র পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার জন্য।
