২০২৬ সালের হজে পবিত্র মসজিদে ছবি তোলা নিষিদ্ধ করলো সৌদি আরব

ভিক্টরি টাইমস ৭১

ছবি: সংগৃহীত 
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র দুটি মসজিদ— মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ছবি তোলা ও ভিডিও ধারণের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। হজের সময় ভিড় নিয়ন্ত্রণ, তীর্থযাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং ইবাদতের পরিবেশ সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


নতুন নির্দেশনায় বলা হয়েছে—

• পবিত্র মসজিদ এলাকায় মোবাইল ক্যামেরা, সেলফি, ভিডিও রেকর্ডিং– সব ধরনের ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

• নিয়ম ভঙ্গ করলে যানবাহন জব্দ, ডিভাইস বাজেয়াপ্ত, এবং জরিমানাসহ শাস্তির বিধান থাকছে।

• হজযাত্রীদের শুধুমাত্র ইবাদত, তাওয়াফ এবং ধর্মীয় আনুষ্ঠানিকতায় মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


সৌদি প্রশাসন জানায়, অনেক তীর্থযাত্রী ছবি ও ভিডিও তুলতে গিয়ে ভিড়ের সৃষ্টি করে এবং অন্যদের ইবাদতে বিঘ্ন ঘটায়— যা প্রতিনিয়ত অভিযোগ হিসেবে পাওয়া যায়। তাই ২০২৬ সালের হজকে আরও নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও ইবাদতমুখী রাখতে এই সিদ্ধান্ত কার্যকর হবে।


তীর্থযাত্রীদের অনুরোধ করা হয়েছে— নিয়মগুলো সম্মান করার জন্য এবং হজের পবিত্র পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার জন্য।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top