![]() |
| ছবি সংগৃহীত |
বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সংঘবদ্ধ চোরচক্র এই চুরির ঘটনা ঘটায় বলে জানান ভুক্তভোগী পরিবার। রাতের কোনো এক সময় গোয়ালঘরের তালা ভেঙে চোরেরা গরুগুলো নিয়ে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘর খালি দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন শাহীন মিয়া।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ জনগণ বলছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার নিরাপত্তা বাহিনী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। একের পর এক চুরি, ডাকাতি ও অপরাধের ঘটনায় মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয়দের আরও অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও কার্যকর টহল ব্যবস্থা কিংবা অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো নজির দেখা যাচ্ছে না। ফলে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।
ঘটনার বিষয়ে কুলাউড়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলাকাবাসী দ্রুত চোরচক্র শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং রাতকালীন নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
