বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

ভিক্টরি টাইমস ৭১

ছবি: সংগৃহীত 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম এবং কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ।


সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি এই নেতৃত্ব চূড়ান্ত করা হয়। নতুন নেতৃত্ব ছাত্রসমাজের নৈতিক উন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা ও আদর্শিক আন্দোলনকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের দায়িত্বশীলরা।


নবনির্বাচিত সভাপতি নূরুল ইসলাম দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। অপরদিকে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সাংগঠনিক দক্ষতা, চিন্তাশীলতা ও কর্মতৎপরতার মাধ্যমে সংগঠনের আস্থা অর্জন করেছেন।


এদিকে বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম–এর দায়িত্বশীল ভূমিকা ও ত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠন। তাঁর নেতৃত্বে সংগঠন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে বলে নেতারা মন্তব্য করেন।


নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার আদর্শিক লক্ষ্যে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top