মৌলভীবাজার–২ কুলাউড়া আসনে বাসদ (মার্কসবাদী) প্রার্থী সাদিয়া নোশিনের মনোনয়ন দাখিল

ভিক্টরি টাইমস ৭১

ছবি: সংগৃহীত 
কুলাউড়া প্রতিনিধি: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–২ (কুলাউড়া) আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী হিসেবে সাদিয়া নোশিন তাসনিম আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।


সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত দেব ছানা, শুভানুধ্যায়ী সাদমান সৌমিক মজুমদার, প্রার্থী সাদিয়া নোশিন তাসনিমের মা আমিনা বেগম চৌধুরীসহ বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ এবং কুলাউড়ার বিভিন্ন এলাকার সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।



মনোনয়ন দাখিল উপলক্ষে নেতাকর্মীরা উপজেলা নির্বাচন অফিস চত্বরে সংক্ষিপ্ত মিছিল ও পথসভার আয়োজন করেন। এ সময় বক্তারা শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।


নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে কুলাউড়ার মানুষ বঞ্চনা, বৈষম্য, দুর্নীতি ও লুটপাটের রাজনীতির শিকার। শিক্ষা ও স্বাস্থ্যখাতের অব্যবস্থা, বেকারত্ব, কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়া এবং শ্রমিকের অধিকার হরণ—এসব সমস্যা সমাধানে সংসদে প্রকৃত জনবান্ধব প্রতিনিধিত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই বাসদ (মার্কসবাদী) এ আসনে নির্বাচনে অংশ নিয়েছে।


বক্তারা আরও বলেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের লড়াই নয়; এটি সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। কুলাউড়ার মানুষ যদি কাঁচি মার্কায় ভোট দেন, তবে সংসদে গণআন্দোলনের কণ্ঠস্বর প্রতিফলিত হবে এবং এলাকায় একটি ভিন্নধারার রাজনীতির সূচনা হবে।



প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম বলেন, “সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, নারীর অধিকার, শিক্ষার্থী ও যুবসমাজের ভবিষ্যৎ এবং কৃষক-শ্রমিকের ন্যায্য দাবি সংসদে তুলে ধরাই আমার প্রধান অঙ্গীকার।” তিনি কুলাউড়ার সর্বস্তরের মানুষের কাছে কাঁচি মার্কায় ভোট দিয়ে শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে গণআন্দোলনের পাশে থাকার আহ্বান জানান।


তিনি আরও জানান, নির্বাচনী প্রচারণায় তিনি গ্রাম থেকে শহর পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যাকে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করবেন।


মনোনয়ন দাখিলকে ঘিরে বাসদ (মার্কসবাদী) নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top