বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (০১ ডিসেম্বর) সচিবালয়ে বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানোর বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।
সভায় আরও জানানো হয়—
বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা সর্বোচ্চ তিনটি ফোন দেশে আনতে পারবেন—নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি দুটি নতুন ফোন।
চতুর্থ ফোনের ক্ষেত্রে শুল্ক দিতে হবে।
যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোন ছাড়াও অতিরিক্ত একটি ফোন ট্যাক্স ছাড়া আনতে পারবেন।
মোবাইল ক্রয়ের বৈধ রসিদ/কাগজপত্র সঙ্গে বহন করা বাধ্যতামূলক, চোরাচালান ঠেকাতে বিমানবন্দরে কঠোর নজরদারি বাড়ানো হবে।
শুল্কহার কমছে – কমবে মোবাইলের দাম
বর্তমানে মোবাইল আমদানিতে প্রায় ৬১% শুল্ক রয়েছে। সভায় এ শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে কমানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুল্ক কমলে বৈধ আমদানির পাশাপাশি দেশের ১৩–১৪টি মোবাইল কারখানার প্রতিযোগিতা সক্ষমতাও বাড়বে।
বিটিআরসি, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে শুল্ক সমন্বয় নিয়ে দ্রুত কাজ করছে—যার ইতিবাচক প্রভাব ডিভাইস বাজারে পড়বে বলে মন্ত্রণালয় আশা করছে।
সিম রেজিস্ট্রেশন বিষয়ে সতর্কবার্তা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
আপনার অজান্তে কেউ আপনার নামে নিবন্ধিত সিম ব্যবহার করছে কিনা তা নিয়মিত যাচাই করুন। যে কোনো ধরনের সাইবার অপরাধ, স্ক্যামিং, মোবাইল জুয়া বা এমএফএস–সংক্রান্ত অপরাধে আপনার নামে সিম ব্যবহৃত হতে পারে—এ কারণে সবসময় নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহারের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
পুরোনো/ডাম্পিং ফোন আমদানি বন্ধ হচ্ছে
সভায় সিদ্ধান্ত হয়—
বিদেশের পুরোনো ফোন, বিশেষ করে কেসিং পরিবর্তন করে দেশে ঢোকানো ইলেকট্রনিক বর্জ্য (ডাম্পিং) সম্পূর্ণরূপে বন্ধ করা হবে।
ভারত, চীন, থাইল্যান্ডসহ কয়েকটি দেশ থেকে আসা ফ্লাইট পর্যবেক্ষণ চলছে; খুব শিগগিরই বিমানবন্দর ও স্থলবন্দরে বিশেষ অভিযান পরিচালিত হবে।
নতুন আইন: ডেটা সুরক্ষা আরও শক্তিশালী
প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫–এ
সিমের ই-কে ওয়াইসি,
মোবাইলের আইএমইআই রেজিস্ট্রেশন,
এসব উপাত্ত সুরক্ষা—
নিশ্চিত করা হয়েছে। রেজিস্ট্রেশন ডেটা লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধানও যোগ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে—রেজিস্ট্রেশন নিয়ে ভীতি বা গুজবে কান না দিতে সবাইকে সচেতন থাকতে হবে।
