পুরুষ অর্ধেক বয়সী নারীকে বিয়ে করলে বাহবা, কিন্তু নারী করলে সমালোচনা- কেন এই দ্বৈত মানদণ্ড?

ভিক্টরি টাইমস ৭১

ছবি: সংগৃহীত 
বিনোদন ডেস্ক: বলিউডের ফ্যাশন আইকন মালাইকা আরোরা ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনায়। দীর্ঘদিন ধরেই নিজের চেয়ে বয়সে ছোট অভিনেতার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা মন্তব্য শুনতে হয়েছে। যদিও সেই অধ্যায় এখন অতীত, তবুও সমাজের দ্বিচারিতা নিয়ে মুখ খুললেন তিনি।


সম্প্রতি বারখা দত্তের অনুষ্ঠান মোজো স্টোরি-তে মালাইকা বলেন, দৃঢ়চরিত্রের নারী হলে সব সময়ই জনগণের প্রশ্নবাণে পড়তে হয়। তার ভাষায়, “আমার জীবনে যাঁরা এসেছেন, অনেকে আমাকে সম্মান ও সমর্থন দিয়েছেন। কিন্তু সমাজ একই ঘটনায় নারী ও পুরুষকে এক রকমভাবে দেখে না।”


তিনি আরও বলেন, “একজন পুরুষ নতুন সম্পর্কে গেলে, তালাক নিলে বা নিজের অর্ধেক বয়সী নারীকে বিয়ে করলে তাকে বাহবা দেওয়া হয়— সবাই বলে ‘ওয়াও!’ কিন্তু একজন নারী একই সিদ্ধান্ত নিলে প্রশ্নের ঝড় বইয়ে দেওয়া হয়— ‘এটা কেন করলে? ভুল করলে না তো?’— এসব ধারণা এখনো সমাজে গেঁথে আছে।”


নিজের তরুণ বয়সের স্মৃতিচারণ করতে গিয়ে মালাইকা জানান, তখন তিনি ভেবেছিলেন গান করবেন, বিয়ে করবেন, সংসার সামলাবেন— এর বেশি কিছু নয়। কিন্তু সময়ের সঙ্গে বুঝেছেন, তিনি সবসময় বড় স্বপ্ন দেখতে চেয়েছেন এবং একই জায়গায় আটকে থাকতে চাননি।


২৫ বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বিষয়টি তার মায়ের জন্য ছিল বিস্ময়কর। মালাইকা বলেন, “মা সবসময় বলতেন— দুনিয়া দেখো, জীবনটাকে উপভোগ করো; প্রথম পরিচয়ে কাউকে বিয়ে কোরো না। কিন্তু আমি ঠিক ওটাই করেছি! মা বিশ্বাসই করতে পারছিলেন না। তখন আমি তাকে বলেছিলাম— ‘মা, একটু রিল্যাক্স করো।’”


তবে মা কখনোই তাদের স্বপ্ন বাধাগ্রস্ত করেননি বলেও উল্লেখ করেন মালাইকা।

 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top