ব্রিটিশ পার্লামেন্টে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ

ভিক্টরি টাইমস ৭১

ছবি: সংগৃহীত 
নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ব্রিটিশ পার্লামেন্ট। বুধবার (৩ ডিসেম্বর) লন্ডনের হাউস অব লর্ডসে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা প্রয়াত নেত্রীর রাজনৈতিক অবদান ও গণতান্ত্রিক সংগ্রামের কথা তুলে ধরেন।


‘তারেক রহমানের নীতি ও রাজনীতি; সমকালীন বাংলাদেশ’ শিরোনামের এই সেমিনারে ব্রিটিশ এমপি, হাউস অব লর্ডসের সদস্য, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে।


আলোচকরা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি ও ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।


সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আইঅন টিভির সিইও আতাউল্যাহ ফারুক। সভাপতিত্ব করেন হাউস অব লর্ডসের সিনিয়র মেম্বার লর্ড হোসাইন।


প্যানেল আলোচনায় বক্তৃতা দেন—


আব্বাস ফয়েজ, আমনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান


অ্যালেক্স বারোস-কার্টিস, ব্রিটিশ এমপি


রায়ান উইলিয়ামস, আন্তর্জাতিক আইনজীবী

এছাড়া বক্তব্য দেন সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজাক, এমপি পল ও’, এবং ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব জুলিয়ান গ্যালান্ট।



আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুল মুজিব রহমান।

 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top