![]() |
| ছবি: সংগৃহীত |
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কুলাউড়া উপজেলা নির্বাচন অফিস থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের কাছ থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই দিনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলীও মনোনয়নপত্র নেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আল-ইসলাহ নেতা মো. ফজলুল হক খান সাহেদ এবং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, এ পর্যন্ত এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কুলাউড়া আসনে এবার একাধিক দলের প্রার্থীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হলে নির্বাচনী মাঠে আরও সক্রিয়তা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে একযোগে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা কার্যক্রম চলমান রয়েছে।
