মেয়ের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নৈশ প্রহরীর ওপর সন্ত্রাসী হামলা

ভিক্টরি টাইমস ৭১

ছবি:সংগৃহীত 

নিউজ ডেস্ক: নিজের মেয়ের সঙ্গে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজের নৈশ প্রহরী উতুল চন্দ্র দাস (৫০)। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার হাতের রগ কেটে গিয়ে তিনি গুরুতর আহত হন।



ঘটনাটি ঘটে ঝিংগাবাড়ী ইউনিয়নের কলেজ পয়েন্ট মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাদ মাগরিব কলেজ থেকে বের হওয়ার পরপরই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা উতুল চন্দ্র দাসের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে ছুরিকাঘাতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।



এ বিষয়ে আহত উতুল চন্দ্র দাসের ছোট ভাই পুতুল চন্দ্র দাস জানান, দর্জিমাটি গ্রামের বাসিন্দা তার ভাইয়ের মেয়ের সঙ্গে ঘড়াইগ্রাম এলাকার এক যুবক দীর্ঘদিন ধরে ইভটিজিং করার চেষ্টা করে আসছিল। এসবের প্রতিবাদ করায় অভিযুক্ত যুবক ও তার সহযোগীরা উতুল দাসকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। পূর্বপরিকল্পিতভাবেই সোমবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।



তিনি আরও বলেন, “আমার ভাই শুধু একজন বাবা হিসেবে নিজের মেয়েকে রক্ষা করতে চেয়েছিল। এরই জের ধরে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেছে।”



ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top