মৌলভীবাজার-২: বিএনপির মনোনয়ন পেলেন শওকতুল ইসলাম শকু

ভিক্টরি টাইমস ৭১
0
শওকতুল ইসলাম শকু
অনলাইন ডেস্ক।  আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের  বিএনপি চেয়ারপারসনের বাসায় উচ্চপর্যায়ের বৈঠকের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন। তাতে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে দলটির মনোনয়নপত্র পেয়েছেন কুলাউড়া উপজেলা বিএনপির বর্তমান (অর্থাৎ সাবেক/প্রতিষ্ঠানগত) সভাপতি শওকতুল ইসলাম শকু। 
মৌলভীবাজার-২ আসনটি কুলাউড়া উপজেলা কেন্দ্রিক—একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত। ভোটারসংখ্যা এবং এলাকায় রাজনৈতিকভাবেই গুরুত্বপূর্ণ হওয়ায় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হতে পারে। গত নির্বাচন ও আসনটির ইতিহাস সম্পর্কে সারসংক্ষেপ পাওয়া যায় সরকারি ও গণমাধ্যম সূত্রে। শওকতুল ইসলাম শকু স্থানীয় পর্যায়ের বিএনপি নেতা হিসেবে পরিচিত; দলের কুলাউড়া উপজেলা সংগঠন নিয়ে তিনি কার্যক্রমে জড়িত ছিলেন এবং স্থানীয় কাউন্সিলে বিভিন্ন পদপ্রার্থীতা নেয়ার খবর রয়েছে—এটি স্থানীয় সংবাদসূত্রে প্রকাশ পেয়েছে। দলের প্রাথমিক ঘোষণা অনুযায়ী তিনি এবার ধানের শীষ প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ও প্রতিদ্বন্দ্বীদের দিকে তাকালে, মৌলভীবাজার-২--এ পুরনো ও নতুন কয়েকজন শক্ত উত্থিত প্রার্থী ছিলেন; গত নির্বাচনে এখানে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। আসন্ন নির্বাচনে স্থানীয় গণজোয়ার, দলীয় সমন্বয় ও প্রতীক প্রভাবই শেষ ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে—স্থানীয় রাজনীতি বিশ্লেষকরা এমনই মনে করছেন। (আসন্ন প্রতিদ্বন্দ্বী ও তাদের মনোনয়ন নিয়ে রোববারের ঘোষণা ও পরবর্তী ঘোষণাও অনুসরণ করা হবে)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
banner
banner

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top