পাওনা টাকা আদায়ে কৃষকের গরু ছিনিয়ে নিলেন জামায়াত নেতা!

ভিক্টরি টাইমস ৭১

 


পটুয়াখালীর দুমকীতে পাওনা টাকা আদায়ে এক কৃষকের গোয়াল ঘর থেকে ২টি গাভিন গরু ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠছে জামায়াত নেতার বিরুদ্ধে। 

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের কৃষক আব্দুল বারেক মজুমদারের গোয়ালঘর থেকে দুইটি গাভী জোরপূর্বক ছিনিয়ে নেন একই ইউনিয়নের জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক জলিল প্যাদা। অসহায় বারেক মজুমদার এ বিষয়ে নিরুপায় হয়ে ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানের কাছে অভিযোগ জানান। 

পরে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাবেক ইউপি সদস্য রেজাসহ পঞ্চায়েত বাজারে শুক্রবার রাতে বৈঠক বসলে অভিযুক্ত জলিল প্যাদা দাবি করেন, বারেকের ছেলে ঢাকায় থাকা আমিনুলের কাছে তার ভাই টাকা পাবে, সে টাকা আদায়ের জন্য গাভী দুইটি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান বলেও তিনি জানান।

বারেক মজুমদার আরও বলেন, তাঁর ছেলে পরিবার নিয়ে ঢাকায় থাকে। কারও সঙ্গে টাকার লেনদেন হয়েছে কি না তিনি জানেন না। আমাকে দুর্বল ভেবে ছেলের কাছে টাকা পাওয়ার অজুহাত দেখিয়ে আমার গরু নিয়ে গেছেন।

এদিকে জলিল প্যাদা গরু নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তার ছেলের কাছে টাকা পাই তাই পাওনা আদায় করতেই গরু দুটি নিয়েছি।

ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, বিষয়টি নিয়ে বৈঠক করেছি। জলিল প্যাদা টাকার কথা বললেও কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top