![]() |
| ছবি: সংগৃহীত |
নিহত সুকিরাম মুরইছড়া বস্তির বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো সুকিরাম ও আরও কয়েকজন সেদিন দুপুরে গরু চরাতে সীমান্তের কাছাকাছি এলাকায় যান। গরু আনতে গিয়ে তিনি ভুলবশত ভারতের ভেতরে থাকা ১৯৯ হিরাছড়া বিএসএফ ক্যাম্পের সীমানায় ঢুকে পড়েন। পরে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পিঠে গুলি লাগার পর অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন ফারহানা জেরিন।
কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. এস. এম. জাকারিয়া বলেন, সীমান্ত অতিক্রমের ঘটনাই মৃত্যুর কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার জন্য অনুসন্ধান চলছে
