কুলাউড়ায় সশস্ত্র ডাকাত দলের তাণ্ডব, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

ভিক্টরি টাইমস ৭১

ছবি: সংগৃহীত 
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গভীর রাতে সশস্ত্র ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, লুট হওয়া মোটরসাইকেল, নগদ অর্থ ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ইংরেজি ১২ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বাদী মো. লাল মিয়া (৪২), পিতা—মৃত বশির আহমদ, মাতা—মৃত হালিমা বেগম, সাং—কৌলারশি, ০৬নং কাদিপুর ইউনিয়ন, থানা—কুলাউড়া, জেলা—মৌলভীবাজার, তার দোকান বন্ধ করে নিজ ব্যবহৃত মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।


রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে তিনি কুলাউড়া থানাধীন ০৬নং কাদিপুর ইউনিয়নের অন্তর্গত হোসেনপুর সাকিনস্থ বাগানবাড়ি সংলগ্ন পাকা সড়কে পৌঁছালে রাস্তার পাশের অন্ধকার স্থান থেকে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ তার পথরোধ করে। ডাকাতদের হাতে লোহার রড ও ধারালো ছুরি থাকায় তারা মো. লাল মিয়াকে আঘাতের ভয় দেখায়।


অস্ত্রের মুখে মোটরসাইকেল থামাতে বাধ্য হলে ডাকাতরা লোহার রড দিয়ে আঘাত করে এবং কিল-ঘুষি মারতে মারতে তাকে মোটরসাইকেলসহ রাস্তায় ফেলে দেয়। পরে ধারালো ছোরার ভয় দেখিয়ে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন (মূল্য আনুমানিক ১২ হাজার ৫০০ টাকা), একটি কালো রঙের মানিব্যাগসহ নগদ ৫ হাজার ৬০০ টাকা এবং তার ব্যবহৃত Bajaj CT100 মোটরসাইকেল জোরপূর্বক ছিনিয়ে নেয়। এরপর ডাকাতরা একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাসে করে ঘটনাস্থল থেকে পশ্চিম দিকে পালিয়ে যায়।


ঘটনার সংবাদ পেয়ে কুলাউড়া থানার অভিযান ও টহল টিম দ্রুত ডাকাত দলের পিছু নেয়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে কুলাউড়া থানাধীন ০৬নং কাদিপুর ইউনিয়নের অন্তর্গত চুনঘর এলাকায় একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাস আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় চারজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


পুলিশ অভিযানে উদ্ধার করেছে—


একটি কালো রঙের মানিব্যাগ, যার ভেতরে ৫০০ টাকার নোট ৩টি, ৫০ টাকার নোট ১টি, ২০ টাকার নোট ২টি, মোট নগদ ১ হাজার ৬১০ টাকা ও বিভিন্ন কাগজপত্র একটি ১০০ সিসির Bajaj মোটরসাইকেল (রেজি:

মৌলভীবাজার-হ-১১-৪০৯৫, ইঞ্জিন নং: DUMBLL-44362, চেসিস নং: DUFBLL-81445)একটি কাঠের হাতলযুক্ত লোহার তৈরি ধারালো ছুরি (দৈর্ঘ্য ২৩ ইঞ্চি) একটি কাঠের হাতলযুক্ত লোহার তৈরি ধারালো ছুরি (দৈর্ঘ্য ৩৫ ইঞ্চি) একটি কাঠের হাতলযুক্ত লোহার তৈরি ধারালো ছুরি (দৈর্ঘ্য ১০ ইঞ্চি) একটি কাঠের হাতলযুক্ত লোহার তৈরি ধারালো ছুরি (দৈর্ঘ্য ২৯ ইঞ্চি, হাতলে কাপড় মোড়ানো) একটি লোহার পাইপ (দৈর্ঘ্য ২৭ ইঞ্চি) একটি লোহার রড (দৈর্ঘ্য আনুমানিক ৩১ ইঞ্চি)একটি প্লাস্টিকের হাতলযুক্ত লোহার তৈরি প্লাস (দৈর্ঘ্য ৮ ইঞ্চি) একটি কফি রঙের ১৯৯০ সিসি মাইক্রোবাস (রেজি: ঢাকা মেট্রো-গ-১৪-৫২৮৭, ইঞ্জিন নং: 3S-7158188, চেসিস নং:SR40-0014744)



গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন—


১. জুবেল আহমেদ জুবলা (৩৩), পিতা—মৃত ইউনুছ আলী, মাতা—আমেনা বেগম, সাং—মনসুর, ০৬নং কাদিপুর ইউনিয়ন, থানা—কুলাউড়া, জেলা—মৌলভীবাজার


২. মো. দেলোয়ার হোসেন (২৯), পিতা—মো. শমসের শাহ, মাতা—নেহার বেগম, সাং—দাউদপুর, ০৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়ন, থানা—কুলাউড়া


৩. মো. নাজিম মিয়া (২৫), পিতা—মৃত ছনর মিয়া, মাতা—রূপালী বেগম, সাং—ঘাগটিয়া, কোঁটাগাঁও, ছনরের বাড়ি, ০৪নং জয়চন্ডী ইউনিয়ন


৪. মো. জাকির হোসেন (৩২), পিতা—মৃত আব্দুস সাত্তার, মাতা—মিনারা বেগম, সাং—নরাই, নরাই বাজার, সিমেন্ট ফ্যাক্টরির পাশে, থানা—ছাতক, জেলা—সুনামগঞ্জ; বর্তমানে গাজীপুর, করের গ্রাম, ০৭নং কুলাউড়া সদর ইউনিয়ন



থানার সিডিএমএস যাচাই করে জানা গেছে—


১নং আসামি জুবেল আহমেদ জুবলার বিরুদ্ধে কুলাউড়া থানায় ২০২৫ সালের একটি ডাকাতি মামলা ও ২০১০ সালের একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে।


২নং আসামি মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ২০২৫ সালে ডাকাতি মামলা রয়েছে।


৩নং আসামি মো. নাজিম মিয়ার বিরুদ্ধে ২০২৫ সালে চুরি সংক্রান্ত মামলা রয়েছে।



এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top